Sign in by User ID: greenbanglabdnet@gmail.com and Password: 12345678 then Click on Dashboard and Edit Your Website.
" border=0 width=1000 height=150>
>
Social Organization Management Template
19/9/2024 Thursday


 
১। নাম
১.১ঃ এই সমতি "বৃহত্তর ময়মনসিংহ সমিতি" নামে অবিহিত হইবে। ১.২ঃ এই গঠনতন্ত্রে সমিতি বলিতে "বৃহত্তর ময়মনসিংহ সমিতি" কে বুঝাইবে।
২। সদর দপ্তর
এই সমিতির সদর দপ্তর সিলেট শহরে অবস্থিত হইবে। (এই সমিতির একটি নিজস্ব মালিকানায় অফিস রয়েছেঃ ৫ ষ্টেডিয়াম মার্কেট, রিকাবীবাজার, সিলেট)।
৩। ধরণ
৩.১ঃ এই সমিতি হইবে একটি অরাজনৈতিক কল্যাণধর্মী সামাজিক সংগঠন।
৪। লক্ষ্য ও উদ্দেশ্যঃ এই সমিতির লক্ষ্য ও উদ্দেশ্য হইবে
৪.১ঃ সিলেটে অবস্থানরত বৃহত্তর ময়মনসিংহ অর্থাৎ ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার অধিবাসীগণের পারষ্পরিক ভ্রাতৃত্বমূলক ও সহমর্মিতার সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা। ৪.২ঃ সিলেটে বসবাসকারী বৃহত্তর ময়মনসিংহের অধিবাসীগণকে বিভিন্নভাবে সহযোগিতা করা এবং তাহাদের সার্বিক কল্যাণ সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৪.৩ঃ সিলেটে অবস্থানকারী বৃহত্তর ময়মনসিং হের অধিবাসীগণের স্বার্থ সংরক্ষণ করা। ৪.৪ঃ সিলেটের সার্বিক কল্যাণে অংশীদার হওয়া। ৪.৫ঃ বাংলাদেশের জনগণের কল্যাণে অবদান রাখা।
৫। কর্ম পরিধি
৫.১ঃ এই সমিতির বিভিন্ন কার্যক্রম প্রধানতঃ সিলেট জেলার মধ্যে পরিচালিত হইবে। ৫.২ঃ ইহার কার্যক্রম পর্যায়ক্রমে বৃহত্তর সিলেটে সম্প্রসারিত হইবে। ৫.৩ঃ কল্যাণমূলক কার্যক্রম সারা দেশব্যাপী সম্প্রসারিত হইবে।
৬। কার্যাবলী
৭। সদস্যতা
৭.১ঃ সদস্যদের যোগ্যতা। ৭.১.১ সিলেটে অবস্থানরত ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার অধিবাসীগণ এই সমিতির সদস্য হওয়ার যোগ্য। ৭.১.২ঃ এই সমিতির সদস্য হওয়ার যোগ্য ব্যাক্তির স্ত্রীগণ অন্য জেলার অধিবাসী হইলেও এই সমিতির সদস্য হইতে পারিবেন। কিন্তু সদস্য হওয়ার যোগ্য ব্যাক্তির স্বামীগণ অন্য জেলার অধিবাসী হইলে তিনি সহযোগী সদস্য হইতে পারিবেন। ৭.১.৩ঃ বৃহত্তর ময়মনসিংহ সমিতি সিলেটের জন্য বা জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রহিয়াছে এমন ব্যাক্তিবর্গও সমিতির সম্মানী সদস্য হইতে পারিবেন। ৭.১.৪ঃ সমিতির সদস্যদের সর্বনিম্ন বয়স ১৮ (আঠারো) বছর হইতে হইবে। ৭.২ঃ সদস্যের প্রকারভেদ ৭.২.১ঃ এই সমিতির চার ধরণের সদস্য থাকিবে। যথাঃ (ক) আজীবন সদস্য (Life Member) (খ) সাধারণ সদস্য (General Member) (গ) সহযোগী সদস্য (Associate Member) (ঘ) সম্মানী সদস্য (Honourable Member) ৭.২.২ঃ আজীবন সদস্য-- সমিতির নির্ধারিত এককালীন চাঁদা পরিশোধ করিয়া সিলেটে অবস্থানরত বৃহত্তর ময়মনসিংহের যে কোন অধিবাসী সমিতির আজীবন সদস্য হইতে পারিবেন। ৭.২.৩ঃ সাধারণ সদস্য-- সিলেটে অবস্থানরত বৃহত্তর ময়মনসিংহের যে কোন অধিবাসী বার্ষিক চাঁদা পরিশোধপূর্বক সমিতির সাধারণ সদস্য হইতে পারিবেন। ৭.২.৪ঃ সহযোগী সদস্য-- আজীবন/সাধারণ সদস্য হওয়ার যোগ্য ব্যাক্তির স্বামীগণ অন্য জেলার অধিবাসী হইলে তিনি সহযোগী সদস্য হইতে পারিবেন। কিন্তু আজীবন/সদস্য হওয়ার যোগ্য ব্যাক্তির স্ত্রীগণ অন্য জেলার অধিবাসী হইলেও এই সমিতির সদস্য হইতে পারিবেন। ৭.২.৫ঃ সম্মানী সদস্য-- বৃহত্তর ময়মনসিংহের জন্য কিংবা জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রহিয়াছে এমন ব্যাক্তিবর্গকে সমিতির সম্মানী সদস্য করা যাইবে। ৭.৩ঃ সদস্য চাঁদা ৭.৩.১ঃ সমিতির সদস্যবৃন্দের চাঁদার হার হইবে নিম্নরূপ-- ৭.৩.২ঃ আজীবন সদস্য-- এককালীন ২,০০০/= (দুই হাজার) টাকা হইবে। ৭.৩.৩ঃ সাধারণ সদস্য-- অন্তর্ভুক্তি ফি ১০০/= (একশত) টাকা এবং বার্ষিক চাঁদা ৩০০/= (তিনশত) টাকা। ৭.৩.৪ঃ সহযোগী সদস্য-- অন্তর্ভুক্তি ফি এককালীন ১,০০০/= (এক হাজার) টাকা। ৭.৩.৫ঃ সম্মানী সদস্য-- চাঁদামুক্ত। ৭.৩.৬ঃ সমিতির সদস্যবৃন্দের চাঁদার হার কার্যনির্বাহী পরিষদ পরিবর্তন পরিবর্ধন করিতে পারিবে যাহা পরবর্তীতে সাধারণ সভায় অনুমোদন করাইয়া লইতে হইবে। ৭.৪ঃ সদস্যপদ প্রদান ৭.৪.১ঃ নির্দিষ্ট অংকের অন্তর্ভুক্তি ফি পরিষোধ করে সমিতির সদস্য ফরম পূরণপূর্বক কার্যনির্বাহী পরিষদের যে কোন সদস্যের সুপারিশসহ পেশকৃত আবেদনের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদনের মাধ্যমে সদস্য পদ প্রদান করা হইবে। ৭.৪.২ঃ সম্মানী সদস্যপদের ক্ষেত্রে সদস্য ফরম পূরণ বাধ্যতামূলক নয়। তবে এই সদস্যপদ প্রদানও কার্যনির্বাহী পরিষদের সভায় অনুমোদিত হইতে হইবে।
৮। সাংগঠনিক কাঠামোঃ
$৮ঃ সমিতির একটি সাধারণ পরিষদ, একটি উপদেষ্টা পরিষদ ও একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে। ৮.১ঃ সাধারণ পরিষদ-- ইহা সিলেট প্রবাসী ময়মনসিংহ, টাংগাইল, জামাল্পুর, শেরপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলার অধিবাসীগণের দ্বারা গঠিত ও পরিচালিত হইবে। সাধারণ পরিষদ সমিতির সর্বময় ক্ষমতার অদিকারী। ৮.২ঃ উপদেষ্টা পরিষদ-- সাধারন পরিষদ কর্তৃক মনোনয়ন কিংবা নির্বাচনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা সমন্বয়ে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হইবে। উপদেষ্টা পরিষদ সমিতির উন্নতিকল্পে ও মঙ্গলার্থে এবং সমিতির ক্রান্তিলগ্নে প্রয়োজনীয় উপদেশ, পরামর্শ ও দিক-নির্দেশনা প্রদান করিবেন এবং সমিতির উন্নতির জন্য অবদান রাখিবেন। ৮.২.১ঃ সমিতির পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন না হইলে গঠনতন্ত্রের ১২.৮ ধারা অনুসারে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করিবে। ৮.৩ঃ কার্যনির্বাহী পরিষদ-- সমিতির কার্যনির্বাহের জন্য সাধারণ পরিষদের সদস্যদের দ্বারা ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হইবে। যাহা নিম্নরূপঃ সভাপতি------------------------১ জন সহ-সভাপতি---------------------৬ জন সাধারণ সম্পাদক------------------১ জন যুগ্ম সাধারণ সম্পাদক--------------১ জন অর্থ সম্পাদক--------------------১ জন সাংগঠনিক সম্পাদক----------------১ জন সমাজকল্যাণ সম্পাদক--------------১ জন সাহিত্য সম্পাদক------------------১ জন ক্রীড়া সম্পাদক-------------------১ জন মহিলা সম্পাদক-------------------১ জন দপ্তর সম্পাদক--------------------১ জন প্রচার সম্পাদক--------------------১ জন শিক্ষা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক----------১ জন ধর্ম বিষয়ক সম্পাদক----------------১ জন নির্বাহী সদস্য---------------------৮ জন
৯। কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব ও কর্তব্য
$
১০। সভা
$
১১। তহবিল
$
১২। নির্বাচন
$
১৩। শাস্তিমূলক ব্যবস্থা
$
১৪। কার্যনির্বাহী পরিষদের সদস্যদের অনুপস্থিতিঃ-
$
১৫। শূণ্য সদস্যপদ কো-অপ্ট বা স্থলাংক করণ